চীনের অর্থনীতি - Nas Distribution

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 13, 2020

চীনের অর্থনীতি

আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন যে দেশটি নস্ট করেছে তা হল চীন।
.
এরা আমাদের নিজ দেশে নিজেকেই দাস বানিয়ে রাখার চেস্টা করে চলেছে এবং অনেক দেশকেই তাদের জনগণকে দাসে পরিনত করেছে।
গার্মেন্টস সেক্টরে তারা একটা ওয়ার্কারকে সর্বোচ্চ খাটিয়ে তাদের রোবটে পরিনত করেছে আর বেতন করেছে সর্বনিম্ন।
,
তাছাড়া গরীব দেশগুলিতে তারা সরকারের সাথে আতাত করে চড়া সুদে ঋণ দিয়ে চলেছে যার ফলশ্রুতিতে মাথাপিছু ঋণ বেড়েই যাচ্ছে যা জণগণকে এসব ঋণ মাসুল দিয়ে শোধ দিতে হচ্ছে। তাছাড়া সুষ্ঠু সরকার ব্যবস্থা নস্ট করার পেছনে চীন ই দায়ী। এরা ভিবিন্ন দেশের সরকার ও তার আমলাদের টাকায় মোহে খারাপ কাজ করতে বাধ্য করছে।

আর সম্পূর্ণভাবে কোন দেশের উপর নির্ভরশীল হয়ে থাকা প্রত্যেকটা দেশের উপরই বিপদজনক। আমাদের আছে বিশাল জনগোষ্ঠী। এরা যদি খাটে তবে তার লাভ আমাদের দেশের সরকার, প্রতিষ্ঠান, ব্যবসায়ী, উদ্যোগতা, কর্মী ও জনগণেরই পাওয়া উচিত। বাংলাদেশে ভয়ানকভাবে চায়না কোম্পানির রাজ্বত্ব কমানো দরকার। অথচ চায়নাদের প্ল্যান দাস বানিয়ে ট্যাক্স না দিয়ে বা নামমাত্র দিয়ে সর্বোনিম্ন দামে প্রোডাক্ট বানানো।
 তারা বিশ্ববাজারে এভাবে সস্তায় পন্য বানিয়ে ছোট দেশগুলিকে অগ্রসর হতে দিচ্ছেনা।
.
মোদ্দাকথা হল চায়নার এই বিশাল দেহের বিশাল অর্থনীতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় সকল দেশের জন্য ও চায়নাকে সম্পূর্ণ বাদ দিয়ে টেকা প্রায় অসম্ভব ।
তবে সম্পূর্ণ চায়নার উপর নির্ভরশীলতা কমিয়ে ছোট দেশগুলির দিকে আরো এগিয়ে যাওয়া উচিত এবং প্রত্যকে দেশে চায়নাকে নিয়ন্ত্রণ করা জরুরী।

No comments:

Post a Comment